আমরা সবাই কম বেশি একটি ডিজাইনকে সুন্দর করার চেষ্টা করি। এক্ষেত্রে সবার দক্ষতা সমান নয়। তবে বেসিক কিছু বিষয় সব সময় খেয়ালে রাখা উচিত। যেহেতু এখান থেকে ক্রেতারা ডিজাইন ক্রয় করে ব্যবহার করবে সেজন্য সর্বোচ্চ মান নিশ্চিত করা উচিত।
সাধারণত কী কারণে ডিজাইন বাতিল হয়?
- ডিজাইনের মাপ সঠিকভাবে না থাকা।
- ডিজাইনটি ইউনিক হতে হবে। অন্য সাইটে যদি একই ডিজাইন পাওয়া যায় তবে বাতিল হয়।
- নকল ডিজাইন হলে তা বাতিল হবে।
- ফ্রি ফন্ট হতে হতে হবে। যদি কোন ফন্ট অপ্রতুল হয় তবে তা ডিজাইনের সাথে যুক্ত করে দিতে হবে।
- প্রাণীর ছবিযুক্ত কোন ডিজাইন।
- সরাসরি কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম যুক্ত করলে। তাদের ব্যক্তিগত ফোন নম্বর যুক্ত করা।